৪ এপ্রিল, ২০২০ ২২:১০

দিনভর শিমুলিয়া ঘাটেও ছিল উপচে পড়া ভিড়

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দিনভর শিমুলিয়া ঘাটেও ছিল উপচে পড়া ভিড়

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের শিমুলিয়া ঘাটে গ্রাম ছেড়ে ঢাকামুখী মানুষের ভিড় ছিল উপচে পড়া। 

শরীয়তপুরের কাঠালবাড়ি ঘাট থেকে ছেড়ে আসা ফেরি গুলোতে যানবাহন থেকে মানুষের সংখ্যা ছিল বেশী। এ যেন ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার মতো। শনিবার (০৪ এপ্রিল) সকাল থেকেই কাঠালবাড়ি ঘাট হয়ে দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলা থেকে শিমুলিয়া ঘাটে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে থাকে। এদের মধ্যে সবচেয়ে বেশী গার্মেন্ট শ্রমিকের সংখ্যা বলে জানা গেছে। 

পরে তারা ঢাকা-মাওয়া মহাসড়কে কোন ধরনের গণপরিবহন না পেয়ে জেলার বিভিন্ন সড়ক দিয়া ছোট ছোট যানবাহনের মাধ্যমে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন। বেশ কয়েক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, গার্মেন্ট চালুসহ তাদের বেতন দেওয়া হবে খবরে তারা কর্মস্থলে যোগদানের জন্য ছুঁটছেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর