করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষদের মানবিক সহায়তার অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার ১২৫০ জন কর্মহীন পরিবহন শ্রমিকের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে তার নির্বাচনী এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীর মাধ্যমে বড়লেখা উপজেলার ৮০০ জন এবং জুড়ী উপজেলার ৪৫০ জন পরিবহন শ্রমিকের বাড়িতে এসব খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হয়। এসময় প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি করে ডাল দেয়া হয়।
খাদ্যদ্রব্য বিতরণ বিষয়ে পরিবেশ মন্ত্রী জানান, তার নির্বাচনী এলাকার কেউ না খেয়ে থাকবে না। করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অতিজরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।
ইতিপূর্বে পরিবেশ মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে তার নির্বাচনী এলাকার ১৭০০ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত