শ্রীলঙ্কান এয়ারে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন ২৯০ জন অস্ট্রেলিয়ার নাগরিক।
ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ত্যাগ করার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ের ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ের বলেন, করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে বেশিরভাগ ফ্লাইট বন্ধ থাকলেও অস্ট্রেলিয়ার নাগরিকদের ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য শ্রীলঙ্কান এয়ারকে ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে হাইকমিশনার বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ