কভিড-১৯ করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ঘরে বসে পাওয়া যাবে যে কোনো প্রয়োজনীয় পরামর্শ বা তথ্য। সরকারি আইনগত সহায়তা পাওয়া যাচ্ছে জাতীয় হেল্পলাইন কল সেন্টারের ১৬৪৩০ (টোল ফ্রি) নম্বরে।
সংস্থার সহকারী পরিচালক (মনিটরিং) মাসুদা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে ঘরে বসে যে কোনো আইনগত প্রয়োজনে আইনি পরামর্শ বা তথ্য প্রাপ্তির উদ্দেশে সরকারি আইনগত সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টার ১৬৪৩০ (টোল ফ্রি) নম্বরটি ২৪ ঘণ্টা চালু থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা