ঢাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে, দেড় হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পের আওতায়, তৈরি করা হবে ৬টি সাবস্টেশন। ক্যাপাসিটি ব্যাংক ও স্মার্ট গ্রিড স্থাপিত হবে।
আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠকে মোট অনুমোদন দেয়া হয় ২ হাজার ৫৭০ কোটি টাকার ৫টি উন্নয়ন প্রকল্প।
একনেকে আজ অনুমোদিত প্রকল্পগুলো হলো- ‘কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রুণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)’ প্রকল্প। ‘মহিষ গবেষণা ও উন্নয়ন’ প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘ডিপিসিসির আওতাধীন এলাকায় উপকেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ ব্যবস্থায় ক্যাপাসিটর ব্যাংক স্থাপন এবং স্মার্ট গ্রিড ব্যবস্থার প্রবর্তন’ প্রকল্প। তথ্য মন্ত্রণালয়ের ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (প্রথম সংশোধিত)’ প্রকল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১টি)’ প্রকল্প।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। তাদের সামাজিক স্বীকৃতি নিশ্চিত করতে হবে। এ ছাড়া বৈঠকে বন্ধ সিনেমা হলগুলো আবারও চালুর বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভা শেষে পরিকল্পমন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে জানান, করোনাভাইরাসের কারণে যেন কোনো উন্নয়ন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পটি অনুমোদিত হওয়ায় ঢাকার ১ লাখ ১৫ হাজার নতুন গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আসছেন। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সাব-স্টেশনের সক্ষমতা বাড়বে এ নতুন প্রকল্পে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ