প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অভিনন্দন জানিয়ে লেখা এক চিঠিতে তিনি এ আমন্ত্রণ জানান।
চিঠিতে ইমরান খান বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রীকে যত দ্রুত সম্ভব পাকিস্তান সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বিশ্বাস করি, এর ফলে আমাদের ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্কের মাঝে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ চিঠিটি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছে। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি ও আমার সরকার এবং পাকিস্তানের জনগণের পক্ষ থেকে গণপ্রজাতরন্ত্রী বাংলদেশের ৫০তম বার্ষিকীতে অভিনন্দন জানাতে পেরে আন্তরিকভাবে আনন্দিত।’
বিডি-প্রতিদিন/শফিক