১৩ এপ্রিল, ২০২১ ২১:৩৮

৩০ হাজার মুভমেন্ট পাস অনুমোদন

অনলাইন ডেস্ক

৩০ হাজার মুভমেন্ট পাস অনুমোদন

‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে আগামীকাল (১৪ এপ্রিল)। লকডাউনের প্রথম দিনে জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়ার জন্য ৩০ হাজার মুভমেন্ট পাস পেয়েছেন। 

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর। এতে বলা হয়েছে, মুভমেন্ট পাস অ্যাপ উদ্বোধনের পর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৩০ হাজার পাস অনুমোদন করা হয়েছে। 

প্রতিটি গন্তব্যে যাওয়া এবং ফিরে আসার জন্য দুটি মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে বলে জানাচ্ছে পুলিশ।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা গণমাধ্যমকে বলেন, ‘মুভমেন্ট পাস নামের অ্যাপ চালুর পর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোট ৬ লাখ বার অ্যাপে প্রবেশ করেন আবেদনকারীরা। এর মধ্যে ৬০ হাজার আবেদন সম্পন্ন করতে সক্ষম হন তারা। ওই ৬০ হাজারের মধ্যে ৩০ হাজার আবেদন ইতোমধ্যে ইস্যু করেছে পুলিশ।’

এর আগে দুপুরে পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছিল প্রতি মিনিটে মুভমেন্ট পাসের জন্য প্রায় ১৫ হাজার করে আবেদন জমা পড়ছে। আর ঘণ্টায় প্রায় এক লাখ ২৫ হাজার আবেদন জমা পড়ছে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর