শিরোনাম
১৩ এপ্রিল, ২০২১ ২১:৫৪

নিপুণ রায় ফের রিমান্ডে

অনলাইন ডেস্ক

নিপুণ রায় ফের রিমান্ডে

নিপুণ রায় চৌধুরী। ফাইল ছবি

নাশকতার এক মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীর চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এই আদেশ দেন। এদিন যাত্রাবাড়ী থানার নাশকতার এক মামলায় নিপুণ রায়কে আদালতে হাজির করে গ্রেফতার দেখানো ও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। অপরদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নাকচ করে গ্রেফতার দেখানোসহ রিমান্ডের ওই আদেশ দেন। 

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আদালতের সংশ্লিষ্ট থানার জিআরও শাহ আলম। গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে যাত্রাবাড়ী থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলা করা হয়।  

গত ২৮ মার্চ দুপুর ২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর রায়ের বাজারের বাসা থেকে নিপুণ চৌধুরীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ৩০ মার্চ প্রথম দফায় নিপুণ রায় চৌধুরীর তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ওইদিন হেফাজতের ডাকা হরতালে নাশকতার ঘটনায় করা হাজারীবাগ থানার এক মামলায় নিপুণ রায়সহ দুজনের রিমান্ডের আদেশ দেওয়া হয়। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর