১১ মে, ২০২১ ১২:১৮

কাজের স্বার্থে নিরুপায় হয়ে কিছু গাছ কাটা হয়েছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

অনলাইন ডেস্ক

কাজের স্বার্থে নিরুপায় হয়ে কিছু গাছ কাটা হয়েছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কিছু সংখ্যক ছোট-বড় গাছ কাটা হলেও প্রথম পর্যায়ে প্রায় এক হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কাজের স্বার্থে নিরুপায় হয়ে কিছু গাছ কাটা হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে ১০ গুণ বেশি গাছ লাগানো হচ্ছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানার জন্য সোহরাওয়ার্দী উদ্যানকে প্রস্তুত করা হচ্ছে। ইতিহাসকে জীবন্ত করে মানুষের কাছে বিশ্বের কাছে তুলে ধরাই এই প্রকল্পের উদ্দেশ্য।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর