রেলের রানিং স্টাফদের ভাতা বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে তিনি এ ঘোষণা দেন। এরপর কর্মকর্তা-কর্মচারীদের সারা দেশে পালন করা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, রানিং স্টাফরা অতিরিক্ত বেতন-ভাতা পেয়ে এলেও গত দুই বছর ধরে তা দিতে গড়িমসি করা হচ্ছিল। রেল সচিব এ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা না মেনে অতিরিক্ত ভাতা বাতিল করে মঙ্গলবার (১২ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তাই রানিং স্টাফরা ট্রেন চালানো বন্ধ করে দেন।
বিডি প্রতিদিন/হিমেল