দেশে গত এপ্রিল মাসে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় মোট ৫৪৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬১২ জন। নিহতদের মধ্যে ৬৭ জন নারী ও ৮১টি শিশু রয়েছে।
শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
সংস্থাটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানান সংগঠনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান।
বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এপ্রিলে দেশজুড়ে ৬টি নৌদুর্ঘটনায় ৮ জন নিহত ও ৬ জন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া রেলপথে ২১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ১৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ২০৬ জন; যা মোট নিহতের ৩৭ দশমিক ৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪ দশমিক ২৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১ দশমিক ৩৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৮৭ জন; যা ১৬ শতাংশ।
সংস্থাটির পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৮৭টি জাতীয় মহাসড়কে, ১২৩টি আঞ্চলিক মহাসড়কে, ৬৫টি গ্রামীণ সড়কে, ৪৬টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৬টি দুর্ঘটনা ঘটে।
সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৩১টি দুর্ঘটনায় ১৫৬ জন নিহত হয়েছেন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে সিলেট বিভাগে। এ বিভাগটিতে ১৯টি দুর্ঘটনা ঘটে। বরিশাল বিভাগে ২৫ জনের প্রাণহানি ঘটে।
একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ৩৯টি দুর্ঘটনায় ৪৪ জন নিহত। সবচেয়ে কম ঝালকাঠি জেলায়। এ জেলায় ৩টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি। এছাড়া রাজধানী ঢাকায় ২২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় গত এপ্রিল মাসে প্রতিদিন গড়ে ১৮ জন নিহত হয়েছেন। মার্চে প্রতিদিন গড়ে ১৯ জন। এ হিসাবে মার্চের তুলনায় এপ্রিলে প্রাণহানি কমেছে ৪ দশমিক ৭৩ শতাংশ। তবে এটা উন্নতির কোনো টেকসই সূচক নির্দেশ করছে না।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৪৩১ জন, অর্থাৎ ৭৯ দশমিক ৩৭ শতাংশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন