সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) অধীন কৃষি সম্প্রসারণ অধিদফতরের দ্বিতীয় শ্রেণির একটি পদের লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে দুই প্রার্থীকে আটক করা হয়েছে।
সোমবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই দুই প্রার্থীর বিরুদ্ধে মামলা করেছে পিএসসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রবিবার উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় রাকিব মোল্লা ও জগন্নাথ রায় নামে দুজন ভুয়া প্রার্থীকে আটক করা হয়েছে। তারা অন্যের হয়ে (প্রক্সি) নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কেন্দ্রে রাকিব মোল্লা পরীক্ষায় অংশ নেন রাশেদ আহম্মেদের বদলি হিসেবে এবং বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে জগন্নাথ রায় পরীক্ষায় অংশ নেন রেজা আহম্মেদের বদলি হিসেবে।
এ বিষয়টি নিয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, নকল ও পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে পিএসসি সব সময় কঠোর। আগামী শুক্রবার অনুষ্ঠেয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিনেও আমাদের কঠোর নজর থাকবে। কোনো কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের রবিবারের লিখিত পরীক্ষায় মোট প্রার্থী ছিলেন ৬ হাজার ৭১১ জন এবং কেন্দ্র ছিল পাঁচটি।
বিডি প্রতিদিন/আরাফাত