লোডশেডিংয়ের প্রতিবাদে আগামী ২৯ জুলাই ঢাকা উত্তর, ৩০ জুলাই ঢাকা দক্ষিণ ও ৩১ জুলাই সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, সিইসি যাই বলুন না কেন, সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সরকারের নির্দেশ অমান্য করার ক্ষমতা ইসির নেই।
বিডি প্রতিদিন/২৬ জুলাই, ২০২২/আরাফাত