বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের ঘটনায় এক বান্ধবীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা কাজী নূর উদ্দিন রানা। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর ৩টার দিকে বাদী হয়ে তিনি মামলাটি করেন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, নাম উল্লেখ করা আসামির নাম বুশরা। সে ফারদিনের বান্ধবী।
রাজধানীর রামপুরা থেকে নিখোঁজ হন ফারদিন। নিখোঁজের পর তার বাবা রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সোমবার (৭ নভেম্বর) রাতে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ফারদিনের শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন চিকিৎসক।
ফারদিন নূর পরশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম-সম্পাদক ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা