ঢাকায় বিভাগীয় গণসমাবেশের শৃঙ্খলা উপ-কমিটি গঠন করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে আহ্বায়ক ও কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আরও রয়েছেন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত