অনিয়মের কারণে ভোট বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনে ৪ জানুয়ারি উপ-নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় তিন দিনের (৭২ ঘণ্টা) জন্য বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার মধ্যরাত ১২টা থেকে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সোমবার নির্বাচন কমিশন থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়, মোটারসাইকেলের পাশাপাশি ট্রাক, পিকআপ চলাচল বন্ধ থাকবে ৩ জানুয়ারি রাত ১২টা থেকে ৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল হবে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। পরে গত ১২ অক্টোবরের উপ-নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়, কিন্তু ভোটের দিন ব্যাপক অনিয়মের অভিযোগে পুরো ভোট বন্ধ করে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ