জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দলীয় সিদ্ধান্ত গ্রহণে আদালতের দেওয়া নিষেধাজ্ঞা খারিজ আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি শেষ হয়েছে। এ নিয়ে যেকোনো সময় আদেশ দেবেন আদালত। ঢাকার জেলা জজ আদালতে আজ সোমবার এ শুনানি অনুষ্ঠিত হয়।
জি এম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে গত ১৬ নভেম্বর আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত। ওই আদেশ স্থগিত চেয়ে গত ২৩ নভেম্বর ঢাকার জেলা জজ আদালতে জি এম কাদের বিবিধ আপিল (মিস আপিল) করেন। আজ ওই আবেদনের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের বিষয়ও শুনানি শেষ হয়েছে। তবে আদালত এখনো আদেশ দেননি। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন জি এম কাদেরের আরেক আইনজীবী আবদুর রশিদ।
দলীয় সিদ্ধান্ত গ্রহণে জাপার চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজ করে গত বছরের ১৬ নভেম্বর আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক।
জাতীয় পার্টি থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া জিয়াউল হকের করা মামলার শুনানি নিয়ে গত বছরের ৩০ অক্টোবর জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে গত বছরের ৮ নভেম্বর আদালতে আবেদন করেন জি এম কাদের।
বিডি প্রতিদিন/ফারজানা