ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সাঈদ ফয়সালের নিহতের ঘটনায় পরিবার-প্রিয়জনদের প্রতি সমবেদনা ও পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের কথা জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র জেফ রাইডেনো এক বিবৃতিতে এই তদন্তের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, সাঈদ ফয়সালের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছে ঢাকায় মার্কিন দূতাবাস। বাংলাদেশের জনগণ ও সরকারের আহ্বানকে সমর্থন করে মার্কিন জেলা অ্যাটর্নি অফিসের মাধ্যমে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের জন্য অনুরোধ জানানো হবে।
গত ৪ জানুয়ারি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সাঈদ ফয়সাল। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ