ঢাকায় একঘণ্টার যাত্রা রিরতি দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং। মঙ্গলবার প্রথম প্রহরে রাত ২টায় তিনি হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাত ৩টায় তাকে বহনকারী বিমান ঢাকা ত্যাগ করে।
চীনের বেইজিং থেকে আফ্রিকার দেশ ইথিওপিয়া যাওয়ার সময় জ্বালানি সংগ্রহের জন্যই এই যাত্রা বিরতি দেয় চীনা পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ বিমান।
বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাংকে স্বাগত ও বিদায় জানান। দুই পররাষ্ট্রমন্ত্রী এসময় সংক্ষিপ্ত বৈঠকও করেন। ড. মোমেন জানান, বৈঠকে চীনা ঋণ ও রোহিঙ্গাসহ কয়েকটি ইস্যু নিয়ে কথা হয়েছে। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ সফরে ঢাকা আসতে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক