দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির উদ্যোগে আয়োজিত ঢাকা উত্তর জোনের 'কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা'র অডিশন শুরু হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনূর্ধ্ব-১৫ হাফেজদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব প্রাঙ্গণ।
শিশু-কিশোর হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজকদের কাছ থেকে জানা যায়, বুধবার সকাল থেকে দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকার উত্তর অংশের কয়েক শ মাদরাসা থেকে হাফেজরা অংশগ্রহণ করেন। সর্বোচ্চ বয়সসীমা ১৫ বছরের পূর্ণাঙ্গ ৩০ পারার হাফেজরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাবে ১০ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার সাত লাখ টাকা, তৃতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা, চতুর্থ ও পঞ্চম পুরস্কার দুই লাখ টাকা করে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন সাইখুল কুররা আন্তর্জাতিক হিফ্জ ও কেরাত প্রতিযোগিতার বাংলাদেশি একমাত্র বিচারক শায়খ ক্বারী আহমেদ বিন ইউসুফ আযহারী, ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. অলিউর রহমান খান, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা হামিদুল্লাহ, মুফতি হাফেজ মাওলানা ইমরান হোসাইন, হাফেজ বজলুর রহমান, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা আইনুল আরিফিন, হাফেজ কারী রায়হান, বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি হাফেজ মাওলানা মিজানুর রহমানসহ দেশবরেণ্য প্রখ্যাত হাফেজগণ। এসব বিচারক বাংলাদেশের স্বনামধন্য ইসলামী প্রতিষ্ঠান ও মসজিদসমূহের ইমাম।
শায়খ ক্বারী আহমেদ বিন ইউসুফ আযহারী বলেন, বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ বাংলাদেশের সব হাফেজের বড় কল্যাণ বয়ে আনবে। এর মাধ্যমে বাংলাদেশের যত হাফেজে কোরআন আছেন, তারা কোরআনের তিলাওয়াত জাতির সামনে তুলে ধরার প্রয়াস পাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের আয়োজনে আন্তর্জাতিক হিফজুল কুরআনের প্রতিযোগিতার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির যৌথ আয়োজনে এ প্রতিযোগিতায় দেশের প্রান্তিক পর্যায় থেকে হাফেজরা অডিশন দিচ্ছে। যা বিশ্বের বিভিন্ন দেশের কুরআনের প্রতিযোগিতার আয়োজনের চেয়ে অনেক বেশি সাজানো এবং গোছানো। বসুন্ধরা গ্রুপ সাধারণ মানুষকে কুরআন শরীফের সুমধুর তিলাওয়াত শোনানোর যে প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
এর আগে সারা দেশের ৯টি জোনে কুরআনের হাফেজদের বাছাই পর্বের অডিশন স্থানীয়ভাবে অনুষ্ঠিত হয়। এর আগে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, ফরিদপুর ও বরিশালে ভিন্ন ভিন্ন তারিখে অডিশন পরিচালনা করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত