বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার। এটাই জনগণের প্রধান দাবি। এই ন্যায্য দাবি আদায়ের জন্যই বিএনপি আন্দোলন করছে।
তিনি বলেন, সরকার কথায় কথায় বলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কিন্তু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্যই তা বাতিল করেছে। সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য, এটি কোনো ধর্মগ্রন্থও নয়। জাতির প্রয়োজনেই আবার সংবিধান পরিবর্তন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
শনিবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সরকারি দলের নেতাদের লুটপাটের কারণে দেশে দুর্ভিক্ষ চলছে। মানুষকে বাঁচাতে হলে সরকারের পরিবর্তন অপরিহার্য। দেশের মানুষ আজ রাজপথে নেমে এসেছে। অচিরেই সরকারের পতন ঘটবে।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু, হুমায়ুন কবীর খান, কাজী সাইয়েদুল আলম বাবুল, মেয়র মুজিবুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত