বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, বিএনপির দাবি একটাই। আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন নয়। এই দাবিতে বিএনপি আন্দোলনে অনড় এবং বিএনপিকে ছাড়া যারা নির্বাচন করার স্বপ্ন দেখেন, তা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়।
রবিবার বিকালে মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বছিলা কমিউনিটি সেন্টারে মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাবেক কাউন্সিলর ও ছাত্রনেতা সদ্যপ্রয়াত আতিকুল ইসলাম মতিনের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতাউর রহমান ঢালী বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যা কিনা স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের একমাত্র গ্যারান্টি। চলমান আন্দোলনকে যুক্তিক পরিণতিতে নিয়ে যাওয়ার জন্য তার নেতাকর্মীরা বদ্ধপরিকর।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, বিএনপির চলমান আন্দোলন কর্মসূচি সফলের মাধ্যমেই এই অবৈধ আওয়ামী সরকারকে পতনের বার্তা দিতে হবে। দেশের মানুষ আর এই জুলুমবাজ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আমাদের অঙ্গীকার হবে এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না।
মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এস আহমাদ আলীর পরিচালনায় ও শ্রমিক দল মোহাম্মদপুর থানা কমিটির আহ্বায়ক আলী কায়সার পিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রমিক দলের কাজী শাহ আলম রাজা, মহিলা দলের এ্যাড রুনা লায়লা, বিএনপি নেতা শুক্কুর মাহমুদ, এ্যাড সারোয়ার হোসেন সাকিফ, জামাল হোসেন টুয়েল, সাদেক হোসেন স্বাধীন, কামাল হোসেন সরকার, এ্যাড মাসুম খান রাজেশ, মান্নান হোসেন শাহীন,শহিদুল ইসলাম বিশ্বাস, সাজেদুল হক খান রনি, ওসমান রেজা, জহিরুল ইসলাম অপু, কফিল উদ্দিন কফিল, রাকিবুল ইসলাম, থানা শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক হেমায়েত গাজী, সদস্য সচিব ফজলুর রহমান ও বিএনপির নাজমুল হাসান মিন্টু প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত