৪ মার্চ, ২০২৩ ০৯:৫১

রাজধানীসহ সারা দেশে আজ আওয়ামী লীগের ‌‘শান্তি সমাবেশ’

অনলাইন ডেস্ক

রাজধানীসহ সারা দেশে আজ আওয়ামী লীগের ‌‘শান্তি সমাবেশ’

বিএনপিসহ বিরোধী জোটের পদযাত্রা কর্মসূচির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে ‌‘শান্তি সমাবেশ’ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার (৪ মার্চ) সকাল থেকে এই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

ঢাকা মহানগর আওয়ামী লীগ জানিয়েছে, ঢাকায় আজ ১০টি জায়গায় সমাবেশ করবে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। চারটি হবে উত্তরে। আর দক্ষিণে ছয়টি স্থানে নির্বাচনী আসন ধরে সমাবেশ হবে। সব থানা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে এই ছয় সমাবেশে যোগ দেবেন। বেলা তিনটায় এসব সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর