১৭ মার্চ, ২০২৩ ১৬:০৫

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র
জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ প্রতিপাদ্যে জাতীয় শিশু দিবস-২০২৩ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বহিনীর সদর দপ্তর, আনসার ও ভিডিপি একাডেমিসহ মাঠ পর্যায়ে সকল রেঞ্জ, আনসার ব্যাটালিয়ন, জেলা, জোন, ভিটিসি ও উপজেলা কার্যালয়সমূহে দিবসটি উদযাপন করা হয়। সদর দপ্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন কার্যক্রমের শুভ সূচনা করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।  এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. নাজিম উদ্দিনসহ পরিচালকবৃন্দ ও বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ দিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বহিনীর সদর দপ্তর, আনসার ও ভিডিপি একাডেমিসহ মাঠপর্যায়ে সকল রেঞ্জ, আনসার ব্যাটালিয়ন, জেলা, জোন, ভিটিসি ও উপজেলা কার্যালয়সমূহের ভবন-ফটকসমূহে ব্যানার টানানো হয়, জাঁকজমকপূর্ণভাবে আলোকসজ্জা ও সাজসজ্জার ব্যবস্থা করা হয়, কেক কাটা, ‘বঙ্গবন্ধুর জীবনীর’ ওপর আলোচনা সভার আয়োজন করা হয়।  এছাড়াও মহান স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ও ‘বঙ্গবন্ধু সরকারের সাড়ে তিন বছর’ প্রদর্শন করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে কেন্দ্রীয় অর্কেস্ট্রা দল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। কোভিড- ১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করে এসব কার্যক্রম সম্পাদন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বহিনীর সদর দপ্তর, আনসার ও ভিডিপি একাডেমিসহ মাঠপর্যায়ে সকল রেঞ্জ, আনসার ব্যাটালিয়ন, জেলা, জোন, ভিটিসি ও উপজেলা কার্যালয়ের মসজিদসমূহে ১৭ মার্চ বাদ জুমা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা, সুমহান নেতৃত্ব এবং তার বর্ণাঢ্য ও দীর্ঘ সংগ্রামী জীবনের গৌরবময় তথ্য শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠান ছাড়াও এক বর্ণাঢ্য র‌্যালি ও চিত্র অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর