বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার খামতাং পাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আটজনের লাশ বান্দরবানের হাসপাতল মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিবরণ জানা যায়নি বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন