জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ঢাকা নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডকে নাশকতা বলে সরকার জনগণের সঙ্গে মশকরা করছে বলে মন্তব্য করেছেন।
রবিবার (১৬ এপ্রিল) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে গিয়ে জাপা চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নাশকতা হয়ে থাকলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে বের করা উচিত বলে মনে করেন বলে জানান তিনি।
নাশকতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য বলেও এসময় মন্তব্য করেন জিএম কাদের। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ। দুর্নীতি ও অনিয়মে জনপ্রতিনিধিরা ডুবে থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
 
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        