২৫ এপ্রিল, ২০২৩ ১৩:২৩

ঈদের চতুর্থ দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

অনলাইন ডেস্ক

ঈদের চতুর্থ দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের চতুর্থ দিনেও রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদের চতুর্থ দিন মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে ঘরমুখো এসব মানুষের ভিড় দেখা যায়।

এদিকে, ঈদের ছুটি শেষে সোমবার খুলেছে সরকারি, বেসরকারি বিভিন্ন অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান। কর্মস্থলে যোগ দিতে রবিবারই রাজধানী ঢাকায় ফিরেছেন অনেকে। তবে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। টিকিট না পেয়ে বা নানা কাজে বা ঈদযাত্রার ভোগান্তি এড়াতে যারা ঈদের আগে গ্রামের বাড়ি যেতে পারেননি, তারা এখন যাচ্ছেন। কেউ পরিবার নিয়ে, কেউ একা যাচ্ছেন।

বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়া মো. সালাহউদ্দীন রাজীব বলেন, ঢাকায় বেশ কিছু কাজ ছিল। তাই বাড়ি যেতে পারিনি। সব কাজ শেষে করে ভাবলাম বাড়ি ঘুরে আসি।

বরিশালগামী আরেক যাত্রী বলেন, ‘ঈদের আগে মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি যাওয়া অনেক ঝামেলার। আবার টিকিট সহজে পাওয়াও যায় না। তাই এখন বাড়ি যাচ্ছি যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয়। ঈদের পর এখন এত চাপও নেই।’

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির গণমাধ্যমকে বলেন, এবার ঈদযাত্রা কিছুটা স্বস্তিদায়ক হয়েছে। সামনে ট্রেনযাত্রা কিভাবে আরও সহজ করা যায় আমরা সে চেষ্টা করে যাবো। আজও ৫৪ জোড়া ট্রেন চলাচল করছে। যাত্রীরা নিরাপদে ঢাকায় ফিরছেন। আবার অনেকে ঢাকা থেকেও গ্রামের বাড়ি যাচ্ছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর