সাত দলীয় জোটের গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ।
আজ শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চলমান আন্দোলন সংগ্রামে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আরও সক্রিয় ভূমিকা নেওয়া। মূলত, আমরা শুধুমাত্র গণতন্ত্র মঞ্চের সাথে জোটবদ্ধ কর্মসূচি না থাকার সিদ্ধান্ত নিয়েছি। যেটা আজকে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আর পূর্বের কিছু অসন্তোষ এবং ক্ষোভ ছিল গণতন্ত্র মঞ্চের সাথে। তবে সেই বিষয়টি এখন বলে তিক্ততা সৃষ্টি করতে চাই না। বিশেষ করে যারা সরকারবিরোধী আন্দোলনে এখন রাজপথে আছে সবার প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা আছে।গণঅধিকার পরিষদের সদস্য সচিব আরও বলেন, আমরা চাই আমাদের পারস্পারিক বন্ধন আরও সুদৃঢ় হোক। তবে নতুন দল হিসেবে আমাদের প্রতি সকলেরই একটা প্রত্যাশা শুধু মাত্র নির্দিষ্ট একটা গোষ্ঠির মধ্যে সীমাবন্ধ না থেকে সবার সঙ্গেই সমন্বয় করে এগিয়ে যাবো। আর সেই লক্ষ্যেই মূলত এই সিদ্ধান্ত নেয়া।
বিডি প্রতিদিন/আরাফাত