কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে সময়মতো সার বিতরণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।
আজ সোমবার সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ‘সরকারি প্রতিষ্ঠান কমিটি’র ১৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সভাপতি আ. স. ম. ফিরোজের সভাপতিত্বে সদস্য মো. মাহবুব উল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম, মুহিবুর রহমান মানিক ও নাহিদ ইজাহার খান অংশ নেন।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, কৃষি ও পরিবেশ অডিট অধিদপ্তরের মহাব্যবস্থাপক, বিভিন্ন সংস্থার প্রধানসহ কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিভিন্ন ফসলের উচ্চফলনশীল বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ; কৃষক পর্যায়ে মানসম্পন্ন সার ও বীজ সরবরাহ; জলাবদ্ধতা দূরীকরণ, খালখনন ও ফসল রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রম, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চলমান প্রকল্পের অগ্রগতি; বিএডিসির গবেষণা কার্যক্রম এবং বিএডিসির গত ১০ বছরের অডিট আপত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বিএডিসির বেহাত হওয়া সব গুদাম অবিলম্বে উদ্ধার করে ইউনিয়ন/থানাপর্যায়ে যেখানে খালি জায়গা রয়েছে তা অধিগ্রহণ সাপেক্ষে বীজ/সার সংরক্ষণের জন্য চাহিদা অনুযায়ী নতুন গুদাম নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রচুর পরিমাণে সার মজুত এবং কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে সময়মতো তা বিতরণ করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সার ব্যবস্থাপনায় অটোমেশন পদ্ধতির প্রবর্তন করা, আমদানি করা সারের ছাড়করণে কোনো রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ের সব কার্যক্রম সঠিকভাবে মিনিটর করার জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ