পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান সিরাজগঞ্জের উপর দিয়ে পাবনার রূপপুরে পৌঁছেছে।
শুক্রবার দুপুর ১টার ২০ মিনিটে ঈশ্বরদী উপজেলার প্রবেশপথ মুলাডুলি এলাকায় পৌঁছায় ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো।
এর আগে কঠোর নিরাপত্তা ব্যস্থার মধ্যদিয়ে সড়ক পথে ঢাকা-টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জের মহসড়ক অতিক্রম করে সকাল সাড়ে ৯টায়। ইউরেনিয়ামের প্রথম চালান সড়ক পথ দিয়ে নিয়ে যাওয়ার জন্য শুক্রবার সকাল থেকেই হাটিকুমরুল বনপাড়া মহাসড়ক এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে পরিবহন চলাচল সীমিত করা হয় এবং সকাল ৮টা থেকে সড়কে সম্পূর্ণ পরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মহাসড়কের সাথে সংযুক্ত সকল আঞ্চলিক সড়কের পরিবহন ও মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়।সকাল সাড়ে ৯টার দিকে ফ্রেস নিউক্লিয়াস ফুয়েলের পরিবহনের বহর বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর অতিক্রম করে। বহরে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর পর্যাপ্ত গাড়ি ছিল। মহাসড়কে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছিল ব্যাপক সংখ্যক পুলিশ। ইউরেনিয়াম বহনকারী পরিবহনের বহর সিরাজগঞ্জের হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের নাটোর বনপাড়া হয়ে দাশুরিয়া দিয়ে পাবনায় পৌঁছেছে বলে জানানো হয়েছে। সকাল সাড়ে ১০টার পরে সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে যান চলাচল উন্মুক্ত করে দেয়া হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাশিয়া থেকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় ইউরেনিয়ামের প্রথম চালান। শুক্রবার রূপপুরে ইউরেনিয়াম এসে পৌঁছালেও রূপপুর প্রকল্পের কর্তৃপক্ষের কাছে আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ইউরেনিয়াম জ্বালানি হস্তান্তর করবেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।
বিডি-প্রতিদিন/বাজিত