দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। চুয়াডাঙ্গায়ও একই তাপমাত্রা রেকর্ড হয়েছে।
আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
এর আগেও গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নিকলীতে, ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রবার কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, পাবনা ও দিনাজপুরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ মাসজুড়েই শীত থাকবে। শুক্রবারের তুলনায় আগামীকাল শনিবার শীত সামান্য বাড়বে।
এদিকে শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশিমক ৬ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, তাপমাত্রা নেমেছে এক অঙ্কের ঘরে। এটি সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রয়েছে বৃষ্টির পূর্বাভাসও।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ