প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের আশ্বাস পাওয়ার পর হাইকোর্ট এলাকা ছেড়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে তারা হাইকোর্ট থেকে চলে যেতে থাকেন এবং ২টার মধ্যে হাইকোর্ট এলাকা ছেড়ে দেন।
এ এম মাহবুব উদ্দিন খোকন শিক্ষার্থীদের বলেন, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করতে যাচ্ছেন। আপনারা এখন চলে যান।
এ সময় শিক্ষার্থীরা স্লোগানে বলেন, 'জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে'; 'দফা এক দাবি এক, বিচারপতির পদত্যাগ'; 'অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন'; 'রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়'; 'শেখ হাসিনার দালালি, চলবে না চলবে না'।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমারা দেখেছি শত শত শহীদের রক্তে কেনা স্বাধীনতাকে বানচাল করার জন্য অপশক্তি, পরাজিত শক্তি চেষ্টা করছে। আমরা তাদের প্রতিহত করবো, প্রতিরোধ করবো।
বিডি-প্রতিদিন/বাজিত