সীমিত পরিসরে ফের কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি-জেএফপি)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহ সম্পর্কিত পৃথক বার্তা পাবেন। নির্দেশনাসহ এসএমএস পেলে তবেই আইভিএসিতে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে।
এদিকে কার্যক্রম সীমিত পরিসরে হওয়ায় ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে স্বাভাবিকের থেকে বেশি সময় লাগতে পারে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট রাতে এক বিজ্ঞপ্তিতে আইভিএসি জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ থাকবে।
এ সময় কারণ হিসেবে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে সব আইভিএসি।
বিডি প্রতিদিন/এমআই