অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়কের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে সাক্ষাৎ করেন তারা।
বেরিয়ে এসে সমন্বয়ক জানান, তাদের তিনটা দাবি তুলে ধরেছেন। এর মধ্যে একটি হচ্ছে, যারা এই গুমের সাথে জড়িত ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি জানান, প্রধান উপদেষ্টা তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলছেন, এখানে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে পদক্ষেপ নেওয়া শুরু করেছে।
বিডি প্রতিদিন/একেএ