বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সকল ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।
এতে বলা হয়, বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে বন্যার্তদের সাহায্যার্থে সকল ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ