৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৬

একযোগে নিম্ন আদালতের ২১৯ বিচারক বদলি

অনলাইন ডেস্ক

একযোগে নিম্ন আদালতের ২১৯ বিচারক বদলি

ফাইল ছবি

একযোগে নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের ২১৯ জন বিচারককে বদলি এবং ৩১ জনকে পদোন্নতি দিয়েছে সরকার।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পৃথক আদেশে এসব বিচারক বদলি ও পদোন্নতির কথা জানায়।

বদলি: সহকারী ও সিনিয়র সহকারী জজ ১১৪ জন, জেলা জজ ৫২ জন, অতিরিক্ত জেলা জজ ৪৭ জন এবং যুগ্ম জেলা জজ ৬ জন সর্বমোট বদলি ২১৯ জন।

পদোন্নতি : যুগ্ম জেলা জজ ২৩ জন, অতিরিক্ত জেলা জজ ৬ জন, সিনিয়র সহকারী জজ ১ জন ও  সহকারী জজ ১ জন, সর্বমোট পদোন্নতি ৩১ জন।

প্রজ্ঞাপনে উল্লেখিত তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বদলি হওয়া ও পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর