দেশের সব অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ শিক্ষা-তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মাধ্যমে বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ-২০২৪ কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুজিবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ২১টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর, কুমিল্লা, চট্টগ্রাম ও খলনা শিক্ষাঞ্চলের ২১টি জেলায় ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর, রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের ২২টি জেলায় ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর, বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তথ্য হালনাগাদের সময় প্রদান করেন।
উল্লিখিতি সময়ের মধ্যে দেশের সব প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যানবেইসের ওয়েবসাইট (www.banbeis.gov.bd) ভিজিট করে অনলাইনে তথ্য প্রদান করার অনুরোধ জানানো হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ