গণঅভ্যুত্থানের প্রভাবে সাহিত্যেও পরিবর্তন আসবে বলে মনে করেন কথাসাহিত্যিক এম মিরাজ হোসেন। বাংলাদেশ প্রতিদিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এছাড়াও এই সাক্ষাৎকারে উঠে আসে মিরাজ হোসেনের লেখক হয়ে উঠার পিছনের গল্প। সঙ্গে অন্যান্য প্রসঙ্গ।
লেখক হয়ে উঠার পেছনের গল্প জানতে চাইলে এম মিরাজ হোসেন বলেন, লেখকরা সবসময়ই লেখার চেষ্টা করে, আমিও ব্যাতিক্রম কেউ না। যখনই মাথায় কিছু আসে লিখে ফেলার চেষ্টা করি। আর সামনে যেহেতু বই মেলা আছে তাই বইয়ের কাজেই ব্যাস্ত সময় কাটছে।
এম মিরাজ হোসেন জানান, বাঙ্গালীদের মাঝে কবিতা, গল্প লেখার প্রবণতা প্রায় সবার মাঝেই আছে। তিনিও এর ব্যাতিক্রম নন। ছোটবেলা থেকেই তাঁর লেখার শুরু। প্রথমে নিজের জীবনের অভিজ্ঞতা, ছোট ছোট গল্প কবিতা থেকে লেখার শুরু-এভাবেই এগিয়ে চলা।
তবে সঙ্গত কারণে বই লেখা বা পুরোদুস্তর লেখক হয়ে উঠাটা আরও পরে হয়েছে। বিশেষ করে জীবনের কঠিন বাস্তবতা ও বিভিন্ন কারনে অনেকদিন লেখালেখি থেকে দূরে ছিলাম। তবে পরে এক বন্ধুর মাধ্যমে আবারও লেখালেখি শুরু হয়েছে। এমনটাই জানালেন এম মিরাজ হোসেন।
বিস্তারিত সাক্ষাৎকারটি দেখতে লিংকে ক্লিক করুন
https://www.youtube.com/watch?v=Naek0UOiMYU
বিডি প্রতিদিন/আশিক