জুলাই-আগস্টে গণহত্যার প্রথম মামলা হিসেবে রাজধানীর পুরান ঢাকার চানখারপুলের ঘটনায় তদন্ত কাজ শেষ হয়েছে। এ ঘটনায় ৮ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট তৈরি করা হয়। ১৯৫ দিনের মধ্যে ৯০ পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, চানখারপুলের গণহত্যার তদন্ত কাজ শেষ হয়েছে। রবিবার (২০ এপ্রিল) তদন্ত সংস্থা আমাদের কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। এর মধ্য দিয়ে জুলাই আগস্টে গণহত্যার প্রথম কোনো ঘটনার তদন্তের কাজ শেষ হয়েছে।
তিনি বলেন, চানখারপুলের গত ৫ আগস্টের ঘটনায় ছয় জন নিহত হন। এই রিপোর্টে আমরা ৮ জনকে আসামি হিসেবে পেয়েছি। এই ৮ জন আসামির মধ্যে রয়েছেন - ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম, মো. ইমরুল সাবেক এসি রমজান ডিএমপি, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাদ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, যারা সিনিয়র অফিসার তাদের বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে এবং যারা সরাসরি গুলি করেছেন বিভিন্ন ভিডিও’র মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রমাণ মিলেছে। যে কারণে এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট তৈরি করা হয়েছে। এই ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুলিশের আইজিপির সংশ্লিষ্টতাও রয়েছে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, গতকাল তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে আমার কাছে চানখারপুলের ঘটনায় তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্ট পাওয়ার পর আমাদের এখন ফরমাল চার্জ তৈরির প্রক্রিয়া শুরু হবে। আগামী অল্প কিছুদিনের মধ্যে এটা আমরা আদালতে দাখিল করব। পরবর্তীতে আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়া অনুযায়ী আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, চানখারপুলের গণহত্যা ঘটনায় নিহতরা হলেন- শহীদ শাহরিয়ার আনাস খান, শহীদ শেখ মাহদী হাসান জুনায়েদ, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ ইসমামুল হক, শহীদ মানিক মিয়া। এই ৬ জনের হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যেসব দোষী যুক্ত আছেন তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        