যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেছেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। এ দেশের জনগণ এমন একটি সরকার নির্বাচন করতে পারে, যা তাদের প্রতিনিধিত্ব করে এবং যুক্তরাষ্ট্রের চাওয়াও তাই। সে জন্যই একটি বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন।
গত ১৪ মে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল যুক্তরাষ্ট্রে রিচ ম্যাককরমিকের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান এসব কথা বলেন।
শেখ মুজিবুর রহমান ইকবাল গতকাল শুক্রবার গণমাধ্যমকে বলেন, গত ১৪ মে আমি নিজ উদ্যোগে ক্যাপিটল হিলে ম্যাককরমিকের চেম্বারে গিয়ে দেখা করি। বাংলাদেশে সঠিক গণতন্ত্রের জন্য দেশের জনগণের পক্ষ থেকে অতি দ্রুত নির্বাচনের কথা আমি তাকে বলেছি। সে পরিপ্রেক্ষিতে তিনি কিছু কথা বলেন।
শেখ মুজিবুর রহমান ইকবাল গণমাধ্যমে দুজনের কথোপকথনের একটি ভিডিও পাঠান। এক মিনিট ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে রিচ ম্যাককরমিক বলেন, আমরা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালোটা চাই। গণতন্ত্র একটি ভালো প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা, যেখানে ছোট দলগুলোও আলোচনায় অংশ নিতে পারে এবং জনগণ পালাক্রমে নিজেদের মতামত বা কথা বলার সুযোগ পায়।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সদস্য রিচ ম্যাককরমিক আরো বলেন, ‘গণতন্ত্র তাদের (বাংলাদেশের মানুষের) জীবনযাত্রাকে উন্নত করবে। বাণিজ্য ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি প্রতিনিধিত্বমূলক সরকারই সব সময় সেরা- তা জাতিসংঘ হোক বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কই হোক এবং এটিই শান্তি বজায় রাখবে।
একটি প্রতিনিধিত্বমূলক সরকার থাকলে আর সহিংসতার পথে যাওয়ার প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন এই কংগ্রেসম্যান।
সৌজন্যে কালের কণ্ঠ