সিলেট থেকে রাজধানীর কমলাপুরের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর কালনি এক্সপ্রেসের খাবারের বগিসহ তিনটি বগি আগুনে পুড়ে গেছে। গতকাল বেলা দেড়টার দিকে রাজধানীর বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর স্টাফ রোড এলাকায় ট্রেনের বগিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৭টি ইউনিটের সহযোগিতায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় বেলা সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে ট্রেনটি বিমানবন্দর স্টেশন ছাড়ার পর ট্রেনের ক্যান্টিনের চুলার সিলিন্ডার থেকে আগুন লাগে। এ সময় যাত্রীরা ট্রেন থেকে দ্রুত নেমে যায়। আগুনে একটি খাবার বগি ও দুটি যাত্রীবাহী বগি পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রেনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রেলমন্ত্রী মুজিবুল হক। আগুনের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে ?বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত শেষে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী। গতকাল প্রধান প্রকৌশলী (পূর্ব) মাহবুবুল আলমের নেতৃত্বে উচ্চপর্যায়ে চার সদস্য বিশিষ্ট এবং ডিভিশনাল ট্রেন অপারেটর নাজমুল আলমের নেতৃত্বে বিভাগীয় পর্যায়ে পাঁচ সদস্য বিশিষ্ট পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনি ট্রেনের খাবারের বগিতে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। বগিটি মাঝে ছিল। পুড়ে যাওয়া বগিগুলো সরানোর আগ পর্যন্ত ওই লাইনে রেল চলাচল বন্ধ ছিল।