রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা
হেফাজত অভিযোগ

আল্লামা শফীর বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে

হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর নামে ওয়াজ মাহফিলের বক্তব্যকে কেন্দ করে ইসলাম বিদ্বেষীরা অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। গতকাল হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মূইনূল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) থেকে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তারা। বিবৃতিকারীরা হলেন, সংগঠনের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা আব্দুল মালেক হালিম, নায়েবে আমীর আল্লামা নূর হোসাইন কাসেমী ও মুফতী ইজহারুল ইসলাম। নেতারা বলেন, আল্লামা শফী একটি ওয়াজ মাহফিলে 'কুরুচিপুর্ণ ও নারী বিরোধী' বক্তব্য দিয়েছেন মর্মে অপপ্রচার চালাচ্ছে নাস্তিক ও তাদের পৃষ্ঠপোষকরা। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে তারা ছড়িয়ে দিচ্ছে। ওই ভিডিও এর ওপর ভিত্তি করে কিছু চিহ্নিত পত্রিকা, অনলাইন সংবাদ মাধ্যম ও টিভি চ্যানেল আল্লামা শফীর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এ নিয়ে কোনো কোনো টিভি চ্যানেল টক শো, বিশেষ রিপোর্ট পর্যন্ত করছে। কয়েকটি পত্রিকাও অতি উৎসাহী ভূমিকা পালন করছে। এসব চিহ্নিত টিভি চ্যানেল ও পত্রিকার ভূমিকা থেকেই আল্লামা আহমদ শফী সম্পর্কে পরিকল্পিত অপপ্রচারের বিষয়টি পরিষ্কার হয়ে উঠে।

সর্বশেষ খবর