শিরোনাম
রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা
দীপু মনি ভারত যাচ্ছেন

তিস্তার পানি ছিটমহল নিয়ে আলোচনা

তিস্তার পানি বণ্টন, ছিটমহলের বাস্তবায়নসহ অমীমাংসিত ইস্যুগুলোর পর্যালোচনা করতে আগামী ২৫ জুলাই দিলি্লতে আলোচনায় বসতে চলেছে ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর। জানা গেছে, দিলি্লতে একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকেই ভারতের বিদেশমন্ত্রী সলমান খুরশিদের সঙ্গে বৈঠকে মিলিত হতে পারেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দীপু মনি। দীপু মনির এবারের সফরে আলোচনায় নিশ্চিতভাবে আসছে স্থলসীমান্ত চুক্তির বাস্তবায়ন, তিস্তা নদীর পানি বণ্টনের ইস্যুর মতো স্পর্শকাতর বিষয়গুলো। পাশাপাশি আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সম্ভাবনা নিয়ে কথা হবে। এ ছাড়া তিস্তা নদীতে সিকিম ও পশ্চিমবঙ্গের বাঁধ নির্মাণের বিষয়টি নিয়েও কথা বলতে পারেন দীপু মনি। ২০১১ সালে সেপ্টেম্বর মাসে মনমোহনের ঢাকা সফরকালে বহু প্রতীক্ষিত তিস্তা চুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। এরপর শত চেষ্টাতেও এখনো পর্যন্ত সেই চুক্তিতে সিলমোহর পড়েনি। চলতি বছরের মে মাসে ভারতের লোকসভার গ্রীষ্মকালীন অধিবেশনে স্থলচুক্তি বিলটি উপস্থাপন করার কথা থাকলেও বিরোধী দল বিজেপি ও অসম গণ পরিষদ (অগপ)-এর বিরোধিতায় তা করানো সম্ভব হয়নি। যদিও আসন্ন বাদল অধিবেশনে সরকারের তরফে বিলটি ফের উত্থাপন করা হবে বলে জানা গেছে।

সর্বশেষ খবর