বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

কনের বয়স ১৬ বরের ১৮ করার দাবি কাজী সমাজের

মুসলিম বিবাহ ও তালাক বিধি অনুযায়ী কনের বয়স ১৬ এবং বরের বয়স ১৮ করার দাবি জানিয়েছে বাংলাদেশ কাজী সমাজ। গতকাল আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে দেখা করে এ দাবি জানান তারা। কাজী সমাজের নেতৃবৃন্দ আইনমন্ত্রীকে বলেন, মুসলিম বিবাহ ও তালাক বিধিমালা ২০০৯ এর ১৪ বিধিতে কাজীদের সুবিধাজনক স্থানে অফিস স্থাপনের কথা রয়েছে। অথচ গত ২৯ জুন আইন মন্ত্রণালয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে ইউনিয়ন পরিষদ/পৌর মেয়রের কার্যালয়/সিটি করপোরেশন কাউন্সিলরের কার্যালয়ে কাজী অফিস কক্ষ বরাদ্দ দেওয়ার জন্য পত্র দিয়েছেন, যা বিধি-বহির্ভূত।

তা বাতিল করতে হবে। জবাবে আইনমন্ত্রী তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। কাজী সমাজের আহ্বায়ক মাওলানা খলিলুর রহমান সরদারের নেতৃত্বে কাজী মাওলানা মো. ইকবাল হোসেন, কাজী আবদুল হাই তালুকদার, কাজী আবু নাসের ওয়াহিদুর রহমান, কাজী রুহুল আমিন, কাজী জাকির, কাজী আলতাফ, কাজী জোবায়েরসহ ২০ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ এতে অংশ নেন।

 

 

সর্বশেষ খবর