রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘ফারমার্স ব্যাংকের খেলাপি ঋণ নেই’

নতুন ব্যাংকগুলোর মধ্যে অগ্রসরমান দি ফারমার্স ব্যাংক লিমিটেডের কোনো খেলাপি ঋণ নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এরই মধ্যে ব্যাংকটি রাজধানীসহ সারা দেশে ৪৫টি শাখায় কাজ শুরু করেছে। এ ছাড়া ব্যাংকটির পরিচালন ব্যয়ও যথেষ্ট কম। এ পর্যন্ত ব্যাংকটি বিভিন্ন খাতে বিপুল অঙ্কের ঋণ দিলেও খেলাপি ঋণের পরিমাণ মাত্র ২৮ কোটি টাকা। ব্যাংকটির অডিট রিপোর্টে বিষয়টি উঠে এসেছে। এ ছাড়া খেলাপি হয়েছে যেসব ঋণ, তা আদায়যোগ্য বলে জানিয়েছে ব্যাংকটি। এসব ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানতও গচ্ছিত রয়েছে। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের নিয়মিত মনিটরিং এবং বিধিবদ্ধ নিয়ম অনুসরণের মাধ্যমে ব্যাংকটির পরিচালনা পর্ষদ প্রতিটি কার্যক্রম পরিচালনা করে থাকে। আমানত সংগ্রহ এবং ঋণ প্রদান উভয় ক্ষেত্রে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের আরোপিত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়ে থাকে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর