আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার সারা দেশের যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়নে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এসব ব্যয়বহুল প্রকল্প দেশের মানুষ এবং বিদেশি বন্ধু রাষ্ট্রের আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকার ক্ষমতায় না থাকলেও এসব সড়ক ও রাস্তা ঠিকই থাকবে। গতকাল সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান এবং ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। পরিবহন শ্রমিক-মালিকদের সড়ক ব্যবহারের ক্ষেত্রে আরও অধিক যত্নবান, মনোযোগী ও সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে ঘন কুয়াশার কারণে যান চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কপথে চলাচলের ক্ষেত্রে পরিবহন শ্রমিক ভাইদের ওভারলোড পরিহার করতে হবে এবং সীমিত গতিতে গাড়ি চালাতে হবে। তিনি পরিবহন শ্রমিক মালিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে বর্তমান সরকারের উন্নয়নের মেগা প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান। এ অনুষ্ঠানে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান এবং ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিকে অভিনন্দন জানানো হয়। বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান এবং ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান, সদস্য সচিব কাউছার আলী খান পলাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীকে অভিনন্দন জানায়। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।
শিরোনাম
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
যোগাযোগ অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে
——— ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর