আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার সারা দেশের যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়নে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এসব ব্যয়বহুল প্রকল্প দেশের মানুষ এবং বিদেশি বন্ধু রাষ্ট্রের আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকার ক্ষমতায় না থাকলেও এসব সড়ক ও রাস্তা ঠিকই থাকবে। গতকাল সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান এবং ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। পরিবহন শ্রমিক-মালিকদের সড়ক ব্যবহারের ক্ষেত্রে আরও অধিক যত্নবান, মনোযোগী ও সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে ঘন কুয়াশার কারণে যান চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কপথে চলাচলের ক্ষেত্রে পরিবহন শ্রমিক ভাইদের ওভারলোড পরিহার করতে হবে এবং সীমিত গতিতে গাড়ি চালাতে হবে। তিনি পরিবহন শ্রমিক মালিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে বর্তমান সরকারের উন্নয়নের মেগা প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখতে আহ্বান জানান। এ অনুষ্ঠানে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান এবং ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিকে অভিনন্দন জানানো হয়। বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান এবং ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান, সদস্য সচিব কাউছার আলী খান পলাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীকে অভিনন্দন জানায়। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু, মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।
শিরোনাম
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ