বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে অমর একুশে পালিত

প্রতিদিন ডেস্ক

প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ রচনায় সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখার সংকল্পে মার্কিন প্রবাসীরা অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন। খবর : এনআরবি নিউজের। জাতিসংঘের সামনে বাংলাদেশের সময়ের সঙ্গে সংগতি রেখে নিউইয়র্ক সময় ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টা ১ মিনিটে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দেশ-বিদেশের কূটনীতিকরা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন তার প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে বায়ান্নর ভাষাশহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। এ সময় নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, ইউনিসেফের পদস্থ কর্মকর্তা, মার্কিন রাজনীতিক ও প্রবাসী বাংলদেশিরাও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। দুই শতাধিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। দীর্ঘ ৮০ বছর পর ২০ ফেব্রুয়ারির আবহাওয়া গরমকালের মতো হওয়ায় সর্বস্তরের প্রবাসী জড় হন বিভিন্ন স্থানে নির্মিত শহীদ মিনারে। মিনারগুলো ছিল জ্যাকসন হাইটস, গুলশান টেরেস, কুইন্স প্যালেস, ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড, ব্রঙ্কসের বাংলাবাজার এভিনিউসহ আরও নানা স্থানে।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনেও শহীদ মিনার নির্মাণ করে সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিভিন্ন দেশের কূটনীতিকরাও ছিলেন এ কর্মসূচিতে। বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, জেবুন্নেছা আফরোজ, আনোয়ারুল আবেদীন খান, ইসরাফিল আলম, মন্নুজান সুফিয়ান ও মুহাম্মদ ফারুক খান। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুুস সামাদ আজাদও সংক্ষিপ্ত বক্তব্য দেন। যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব, নিউইয়র্ক প্রেস ক্লাব, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, জাতীয় পার্টি, জালালাবাদ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি, কক্সবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন, বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন, জামালপুর সমিতি, শেরপুর সমিতি, ময়মনসিংহ এব্রড; নর্থবেঙ্গল ফাউন্ডেশন, বরিশাল সমিতি, কুষ্টিয়া জেলা সমিতি প্রভৃতি সংগঠনের ব্যানারে ব্রুকলিন, কুইন্স ও ব্রঙ্কসে বিভিন্ন শহীদ মিনারে ফুল দেওয়া হয়। ফ্লোরিডায়ও যথাযথ মর্যাদায় শহীদ দিবস পালিত হয়।

সর্বশেষ খবর