বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

নবজাতকের সুরক্ষায় পথ দেখিয়েছে বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

সেইভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক মান্নান বলেছেন, নবজাতকের সুরক্ষাসংক্রান্ত নীতি পরিবর্তনে বিশ্বকে পথ দেখিয়েছে বাংলাদেশ। একে ‘বড় সাফল্য’ হিসেবে অভিহিত করেছেন তিনি, যদিও নবজাতকের মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা ১০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। খবর বিডিনিউজের।

এ বিষয়ে ইশতিয়াক মান্নান বলছেন, বিপুল জনসংখ্যার কারণে বাংলাদেশ ওই তালিকার নিচে রয়েছে। বাংলাদেশে কীভাবে প্রতিটি নবজাতককে বাঁচানো যায় সে বিষয়ে এক গোলটেবিল আলোচনায় সঞ্চালক তৌফিক ইমরোজ খালিদীর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনার আয়োজন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ খবর