বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে গতকাল উদ্‌যাপিত হয়েছে দ্বিতীয় জাতীয় গ্রন্থাগার দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদফতর দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। সকাল ৭টা থেকেই রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদফতর চত্বরে গ্রন্থপ্রেমীদের আগমন শুরু হয়। সাড়ে ৮টা নাগাদ পুরো চত্বর ভরে প্রধান সড়কে ভিড় গড়ায়। সকাল ৯টায় বিশেষ দিবসের টি-শার্ট, ক্যাপ পরে, নানা স্লোগান লেখা ব্যানার নিয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শাহবাগ গোলচত্বর প্রদক্ষিণ করে কবি সুফিয়া কামাল গণগ্রন্থাগার গেটে এসে পাঠক-সমাবেশে রূপ নেয়।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আশীষ কুমার সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। গ্রন্থপ্রেমীদের এই সমাবেশের তাৎপর্য তুলে ধরেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল।

সর্বশেষ খবর