সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দেবী সিনেমার প্রচার বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক

অধিক হারে ধূমপানের দৃশ্য ব্যবহারের অভিযোগ এনে সরকারি অনুদানপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র দেবী সিনেমার প্রচার বন্ধের দাবি জানিয়েছে তামাক বিরোধী সংগঠনগুলো। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, এসিডি, ইপসা, ব্যুরো অব ইকনোমিক রিসার্চ, ডব্লিউবিবি ট্রাস্ট, নাটাব, প্রত্যাশা, টিসিআরসি, তাবিনাজ, সুপ্র, বিটা, গ্রাম বাংলা উন্নয়ন কমিটি, বিসিসিপি, এইড ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  লিখিত বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, দেবী সিনেমাতে সরাসরি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনালের উইনস্টন ব্যান্ডের সিগারেট ব্যবহার দেখানো হয়েছে। যা চলচ্চিত্রটিকে তামাকের বিজ্ঞাপনে পরিণত করেছে।

সর্বশেষ খবর